রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপ দলে থাকছেন না এবাদত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৫ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ইবাদত হোসেন

চোটের কারণে এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়লেন এবাদত হোসেন। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে চোটে পড়েন তিনি। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান। যে কারণে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে তাকে রাখা হয়নি। 

সোমবার (২১ আগস্ট) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, তার জায়গায় সুযোগ হতে পারে খালেদ আহমেদ অথবা তানজিম হাসান সাকিবের। 

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দলে এবাদতকে দলে রাখা হলেও এই পেসার এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। সামনে যেহেতু বিশ্বকাপ, এখন তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বিসিবি।

মিনহাজুল আবেদীন জানিয়েছেন, ‘এবাদত পুরোপুরি ফিট হয়ে ওঠেনি, পাশাপাশি বিশ্বকাপের আগে আমরা ঝুঁকিও নিতে চাই না। তাই এশিয়া কাপে ওকে ছাড়াই যাবে দল। আমরা দ্রুতই বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করব। তানজিম সাকিব অথবা খালেদের মধ্যে একজনকে এশিয়া কাপে নেওয়া হবে।’ 

খালেদ গত কয়েক দিন ধরেই এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করছেন। তানজিম আগে থেকেই এশিয়া কাপের স্ট্যান্ড বাই তালিকায় ছিলেন। শেষ পর্যন্ত নির্বাচকেরা কাকে বেছে নেন, সেটাই দেখার বিষয়।

এসকে/ 


এশিয়া কাপ ছিটকে পড়লেন ইবাদত হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন